৯ জানুয়ারি, ২০২০ ১১:২৬

রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরও ২ জনের মৃত্যু

রংপুর প্রতিনিধি

রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরও ২ জনের মৃত্যু

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বার্ন ইউনিটের প্রধান ডা. এম এ হামিদ পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

যে দুজন মারা গেছে তারা হলেন মনোয়ারা বেগম (৯০) ও মনোয়ারা বেগম (৮৫)।  এই নিয়ে চলতি শীতে দগ্ধরোগীর মৃত্যুর সংখ্যা দাড়ালো ১৩ জনে। 

চলতি এই শীতে  শুধু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডেই ভর্তি হয়েছে ৫৫৩ জন। এরমধ্যে মারা গেছে ৩১ জন। এছাড়াও এই সময়ে শীতের প্রকোপ থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন ৪৩ জন।

বার্ন ইউনিটের চিকিৎসক ডা. এম এ হামিদ পলাশ জানান, এ দুই বৃদ্ধা আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে গত ৪ জানুয়ারি বার্ন ইউনিটে ভর্তি হয়েছিল। তাদের শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিল। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর