৩০ জানুয়ারি, ২০২০ ১৭:১৮

বগুড়ায় প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

প্রতীকী ছবি

র‌্যাব -১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের ২জন সদস্যকে আটক করেছে। আটককৃতরা হলেন মোঃ নিশাত আনাম (১৯) ও মোঃ সৈকত ইসলাম (২১)।

র‌্যাব-১২ ক্যাম্প সূত্রে জানানো হয়েছে, গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার ইসলামপুর হরিগাড়ি গ্রামের সাথী হোটেলের সামনে অভিযান পরিচালনা করে এসএসসি-২০২০ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী ওই দুইজনকে আটক করা হয়। 

র‌্যাব সুত্রে আরও জানানো হয়, গ্রেফতারকৃত প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফেসবুক মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে তাদের সক্রিয় সদস্য রয়েছে। তারা Dhusor Prithibi, SSC Batch-2020 Team_DYNAMO Russel Chowdhury-সহ বিভিন্ন ভুয়া একাউন্ট খুলে প্রশ্নপ্রত্র দেওয়ার প্রলোভন দেখে আসছিল। 

ইতিমধ্যে তারা মোবাইলের মাধ্যমে বিভিন্ন ফেসবুক মেসেঞ্জার গ্রুপ তৈরি করে ভুয়া প্রশ্নপত্র দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে প্রতারণা মূলকভাবে টাকা গ্রহণ করেছে । গ্রেফতারকৃত প্রতারকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর