৪ মার্চ, ২০২০ ১৬:৩০

কুড়িগ্রামে ৬ শিবিরকর্মী আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে ৬ শিবিরকর্মী আটক

প্রতীকী ছবি

কুড়িগ্রামের কলেজ মোড়ে তালতলা এলাকা থেকে কয়েকটি মেসে অভিযান চালিয়ে জিহাদি বইসহ ৬ শিবিরকর্মী আটক করেছে পুলিশ।

আটককরা হলেন- ওমর ফারুক, আতিকুর রহমান, আতাউর রহমান, মোতালেব মিয়া, নুর মোহাম্মদ ও মামুনুর রশিদ। এদের মধ্যে ওমর ফারুকের বাড়ি পার্শ্ববর্তী লালমনিরহাট জেলায়। অন্যরা সবাই কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা। 

এর আগে বুধবার ভোরে তালতলা এলাকার ছাত্র মেসে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে সদর থানায় নিয়ে আসে পুলিশ। 

কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের সদস্যরা কলেজ পাড়ার তালতলা এলাকায় ছাত্রদের কয়েকটি মেসে অভিযান চালানো হয়। এতে স্টাডি হোম মেসে গোপন বৈঠককালে তল্লাশি করে ৬ জন শিবির কর্মীকে আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা অবৈধ জিহাদি বইসহ ব্যাংক একাউন্ট জব্দ করা হয়। 

তিনি জানান, ধারণা করা হচ্ছে তারা নাশকতা করার জন্য পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর