১৫ মার্চ, ২০২০ ১৭:৪৬

একটি করে ভালো কাজের মাধ্যমে মুজিববর্ষকে সম্মান জানাতে চাই : আসাদুজ্জামান নূর

নীলফামারী প্রতিনিধি

একটি করে ভালো কাজের মাধ্যমে মুজিববর্ষকে সম্মান জানাতে চাই : আসাদুজ্জামান নূর

নীলফামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা হয়েছে। রবিবার সকালে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ। 

বক্তব্য দেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আখতার। 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নুর বলেন, আমরা প্রতি বছর বঙ্গবন্ধুর জন্মদিন শিশু দিবস হিসেবে পালন করতে পারবো কিন্তু জন্মশত বার্ষিকী উদযাপন করতে পারবো না। এক’শ বছর পর আবার এই বর্ষটি পাবো। ততদিন আমরা থাকবো কিনা নিশ্চয়তা নেই।
এজন্য এবারের বছরটি স্মরণীয় করে রাখতে যে যার মত একটি করে ভালো কাজ করে জাতির পিতার প্রতি সম্মান জানাতে চাই আমরা। 

তিনি বলেন, নীলফামারীতে বছরব্যাপী ভালো কাজগুলোর এ্যালবাম তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই। 
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাড়ে ছয় লাখ টাকা ব্যয়ে জাতির পিতার ম্যুরাল এবং মঞ্চ তৈরি কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাংসদ আসাদুজ্জামান নূর ।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর