১৩ ডিসেম্বর, ২০২০ ১৫:৩৭

নন্দীগ্রামে কৃষকের বাড়িতে ডাকাতি, পিস্তলসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

নন্দীগ্রামে কৃষকের বাড়িতে ডাকাতি, পিস্তলসহ একজন গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এক কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের হাটগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এসময় এক ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

জানা গেছে, উপজেলার প্রত্যন্ত অঞ্চল আফুছাগাড়ি (হাটগাড়ি) গ্রামে কৃষক আব্দুল হাকিমের বাড়ি। তিনি পেশায় একজন কৃষক। শনিবার দিবাগত রাত ১২টার দিকে ১০-১২ জনের মুখোশ পরা একদল ডাকাত তার বাড়িতে হানা দেয়। এরপর বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে রড দিয়ে বেদম মারধর করে।

এ সময় প্রতিবেশীরা টের পেয়ে ওই বাড়িতে ছুটে গেলে ডাকাতরা স্বর্ণালংকার ও টাকা নিয়ে দৌড় দেয়। তখন এলাকাবাসী ধাওয়া করে আইয়ুব আলী (৩৫) নামে ডাকাত দলের এক সদস্যকে আটক করে গণপিটুনি দেয়।

খবর পেয়ে রাতেই পুলিশ ওই গ্রামে গিয়ে আহত ডাকাত সদস্যকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ সময় তার কাছ থেকে দেশিও একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও হাসুয়াসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার আইয়ুব আলী নাটোরের সিংড়া উপজেলার বামিহাল গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে। তিনি ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

বগুড়ার নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-দায়িত্বপ্রাপ্ত) আব্দুর রশিদ সরকার বলেন, পিস্তল-গুলিসহ ডাকাত দলের একজনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে তথ্য বের করে অন্যান্য ডাকাত সদস্যদের গ্রেফতার করা হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর