২১ ডিসেম্বর, ২০২০ ১৪:৩৪

‘বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরকারীদের কোন ছাড় দেয়া হবে না’

কুষ্টিয়া প্রতিনিধি

‘বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরকারীদের কোন ছাড় দেয়া হবে না’

কুষ্টিয়ার কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ে ব্রিটিশ বিরোধী বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সমাবেশ করেছে স্থানীয় নাগরিক পরিষদ। আজ সোমবার সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুমারখালী নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, কুমারখালী পৌর মেয়র শামসুজ্জামান অরুণ, মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, শিলাইদহ ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন খান তারিক, কুমারখালী উপজেলা যুবলীগের সভাপতি মনির হাসান রিন্টুসহ অন্যরা। 

প্রতিবাদ সভায় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাংসদ সেলিম আলতাফ জর্জ বলেন, ব্রিটিশ বিরোধ আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য যারা ভাঙচুর করেছে তাদের কোন ছাড় দেয়া হবে না। এ ঘটনায় যাদের নাম এসেছে ইতোমধ্যে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিয়েছে। স্থানীয় সংগঠনের নেতারাও দলীয় ভাবে ব্যবস্থা নেয়া হয়েছে। যারা যে উদ্দেশে এ ঘটনা ঘটিয়ে থাকুক না কেন প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত সমাবেশে বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের যেমন আইনের আওতায় আনা হয়েছে তেমনি বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হয়েছে। অপরাধীদের কোন দল নেই। তাই অপরাধীদের কোন ছাড় দেয়া হবে না। 

সমাবেশে এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারাও এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর