৮ জানুয়ারি, ২০২১ ১৮:৩৪

বিরামপুরে ধর্ষণে অভিযুক্ত যুবককে গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি

বিরামপুরে ধর্ষণে অভিযুক্ত যুবককে গ্রেফতার

দিনাজপুরের বিরামপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে মনিরুজ্জামান মনির নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারী থানায় বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছে।

আটক মনিরুজ্জামান মনির(২০) বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের কেটরা বাজারের তয়েজ উদ্দিনের ছেলে। 

মামলার বারাত দিয়ে বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ওই নারী(১৯) নিজ বাসায় ছোট বোন এবং নানীর সঙ্গে ঘুমিয়ে ছিলেন। এসময় রাতেই মনিরুজ্জামান মনির তাদের ঘরে প্রবেশ করে জোর করে ধর্ষণ করে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের ঘটনায় ওই নারী মামলা করছে। পুলিশ মনিরুজ্জামানকে আটক করে শুক্রবার দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর