১৯ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:৫৯

পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা, আটক ১২

লালমনিরহাট প্রতিনিধি

পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা, আটক ১২

প্রতীকী ছবি

লালমনিরহাটের পাটগ্রামে সীমান্ত পথে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টার অভিযোগে ছয় কিশোরসহ ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার দুপুরে আটকদের মধ্যে ছয় কিশোরকে সমাজসেবা অধিদপ্তরে পাঠিয়েছে পাটগ্রাম থানা পুলিশ।

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গোরপোতা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-তুল্য রায় বর্মন (২৫), জাফর (২২), আসাদ্দুজ্জামান (২১), বিশু (২০), আমিত্র রায় (১৯), মাজ্জক খান (১৮), রাসেল (১৭), সোহেল (১৬), মাসুদ (১৬), রিপন (১৫), আকাশ (১৫) ও সহায়তাকারী দালাল শাকিল ইসলাম (২০)। এদের মধ্যে দালাল শাকিলের বাড়ি পাটগ্রামের দহগ্রামে। অন্যদের বাড়ি দেশের বিভিন্ন স্থানে বলে জানায় পুলিশ।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়, ওই সীমান্ত দিয়ে স্থানীয় দালাল শাকিলের মাধ্যমে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করে বিজিবি দহগ্রাম ক্যাম্পের টহল দল। শুক্রবার সকালে আটকদের নামে পাটগ্রাম থানায় মামলা দিয়ে তাদের পুলিশে সোপর্দ করে বিজিবি।

আটকদের ১২ জনের মধ্যে ছয় জনকে গ্রেফতার দেখায় পাটগ্রাম থানা পুলিশ। আর অন্য ছয় কিশোরকে দুপুরে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর