৯ মার্চ, ২০২১ ১৮:২৯

বেতাগীতে গ্রামবাংলার বিলুপ্তপ্রায় খেলার আয়োজন

বরগুনা প্রতিনিধি

বেতাগীতে গ্রামবাংলার বিলুপ্তপ্রায় খেলার আয়োজন

বরগুনার বেতাগীতে পরিবর্তন ক্রীড়া সংঘের আয়োজনে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে গ্রামবাংলার বিলুপ্তপ্রায় খেলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৩টায় এসব খেলার আয়োজন করা হয়।

খেলার আয়োজক ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি ও যুব সংগঠক অলি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বেতাগী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম গোলাম কবির ও প্রেস ক্লাব সভাপতি সাইদুল ইসলাম মন্টু প্রমুখ।

নতুন প্রজন্মকে উৎসাহিত করতে গ্রামবাংলার বিলুপ্তপ্রায় খেলাধুলার মধ্য গোল্লাছুট, মোড়ক যুদ্ধ, কানামাছি, হাঁড়ি ভাঙা, বধূর কপালে টিপ পরানো, দড়ির লাফ ও তৈলাক্ত কলা গাছ বেয়ে কলসি নামানোর মজার খেলার আসর উপভোগ করতে কিশোর-কিশোরী ছাড়াও নারী-পুরুষরা জড়ো হন।

গ্রামবাংলার বিলুপ্তপ্রায় খেলার আসর আয়োজনের মূল উদ্যোক্তা যুব সংগঠক অলি আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় ঐতিহ্যবাহী গ্রাম-বাংলার খেলাধুলা আজ হারিয়ে গিয়ে এখন রুপকথার পাতায় স্থান পেয়েছে। আজকের প্রজন্ম ডিজিটাল হয়ে যাওযায় শেখড়ের যে ক্রীড়া-সংস্কৃতি, তা ভুলে গেছে।

আয়োজকরা মনে করেন, সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে বিলুপ্তপ্রায় গ্রামবাংলার ঐতিহ্য খেলাধুলা সর্বত্র ছড়িয়ে দেওয়া সম্ভব।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর