১৫ মার্চ, ২০২১ ১৭:৪৯

শেরপুরে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেরপুর প্রতিনিধি

শেরপুরে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ প্রতিদিন সাফল্যের এগারো বছর অতিক্রম করে পা রেখেছে বারো বছর বা এক যুগে। এ উপলক্ষে ১৫ মার্চ সোমবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিলাল হোসেন, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরল ইসলাম হিরু, শেরপুর মডেল গার্লস কলেজের (ভারপ্রাপ্ত )অধ্যক্ষ মাহবুবুর রহমান বিদ্যুৎ, জেলা উদীচীর সভাপতি তপন সারওয়ার, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা।

বাংলাদেশে প্রতিদিনের শেরপুর প্রতিনিধি মাসুদ হাসান বাদলের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, এসএম শহিদুল ইসলাম, নারী নেত্রী লাভলী বেগম প্রমুখ।

বক্তব্যে বক্তারা বলেন, এ সময়ের সাহসী ও নিরপেক্ষতায় সচেষ্ট পত্রিকা বাংলাদেশ প্রতিদিন। এই গণমাধ্যটি যেমন ব্যতিক্রমী, তেমনি রয়েছে পাঠক প্রিয়তা। পাঠকদের নানামুখী চাহিদা পূরণ করেই পত্রিকাটি আজ জনপ্রিয়তায় শীর্ষে অবস্থান করছে। বক্তরা এর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিগণসহ পত্রিকার শুভানুধ্যায়ী, পাঠক ও বেশ কিছু নারী শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বাংলাদেশ প্রতিদিনের একযুগ পূর্তির কেক কাটেন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর