বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গাইলের সখীপুরে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকালে জেলার সখীপুর-বাসাইল রানার গ্রুপের আয়োজনে ও বাংলাদেশ বিডি রানার গ্রুপের সহায়তায় এ ম্যারাথন অনুষ্ঠিত হয়।
আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সখীপুরের তৈলধারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ম্যারাথন শুরু হয়ে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে তিন শতাধিক নারী ও পুরুষ রানার এ ম্যারাথনে অংশ নেন। ম্যারাথন শেষে উপজেলা পরিষদ মাঠে পুরস্কার বিতরণ ও আলোচনার সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের সাবেক জনপ্রশাসন সচিব ইয়াকুব আলী পাটওয়ারী। অনুষ্ঠানের উদ্বোধন করেন ডেসকো বোর্ডের পরিচালক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ।উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান বাদল, ডাটাসফটের প্রেসিডেন্ট প্রকৌশলী মঞ্জুর মাহমুদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত শিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল, সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ, হাতিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন, বোয়ালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা