৫ এপ্রিল, ২০২১ ১৬:১৪

পাকা রাস্তায় কাঁদা জমে দুর্ভোগ, ইউএনও’র উদ্যোগে অপসারণ

নাটোর প্রতিনিধি

পাকা রাস্তায় কাঁদা জমে দুর্ভোগ, ইউএনও’র উদ্যোগে অপসারণ

নাটোরের গুরুদাসপুরে গুড়ি গুড়ি বৃষ্টিতে উপজেলা পৌর সদরের চিতলা পাড়া, হাজিরহাট, চাঁচকৈড়, গারিষাপাড়া, কাছিকাটা বিশ্বরোড মোড় এলাকার রাস্তা গুলোতে কাঁদা জমে ছিলো। এতে যানবাহন ও পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। 

সড়ক গুলোতে ধুলো-ময়লা, ইট ভাটার মাটি বহন ও আবর্জনা জমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছিলো। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এলাকাবাসী কর্দমাক্ত রাস্তার ছবি তুলে পোস্ট করেছিলো। এই ছবি চোখে পড়ে গুরুদাসপুরের ইউএনও মোঃ তমাল হোসেনের। তৎক্ষণাত তিনি পাকা রাস্তা থেকে কাঁদা মাটি অপসারণের ব্যবস্থা করে এবং চলাচলের উপযোগি করে দিয়েছেন।

ইউএনও তমাল হোসেন জানান, জনদুর্ভোগ দূর করতে পাকা রাস্তা থেকে দ্রুত কাদা মাটি সরানো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন পথচারী ও যানবাহন নিরাপদে রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে। 

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু রাসেল ও অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর