৫ এপ্রিল, ২০২১ ২২:৫৩

আমিন জুয়েলার্সের নির্বাহী পরিচালকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

আমিন জুয়েলার্সের নির্বাহী পরিচালকের মৃত্যু

কাজী আমিনুল ইসলাম

আমিন জুয়েলার্সের নির্বাহী পরিচালক কাজী আমিনুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, কাজী আমিনুল ইসলাম গত কয়েকদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে থাকাবস্থায় তার করোনার রিপোর্ট পজেটিভ আসে। গত দু দিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি হয়। সোমবার ভোরে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর রাজধানী ঢাকার বনানী জামে মসজিদে জানাজার নামাজ শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। 

মরহুম কাজী আমিনুল ইসলাম ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি কাজী সিরাজুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র। কাজী আমিনুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

কাজী আমিনুল ইসলামের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সাবেক এমপি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, বিএনপির সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামীম হক, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন, পৌরমেয়র সেলিম রেজা লিপন ও ফরিদপুর চেম্বারের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর