১২ এপ্রিল, ২০২১ ১৬:৫৪

বাবুই পাখির বাসা ভাঙা ও ছানা নিধনের অপরাধে ৩ জনের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি

বাবুই পাখির বাসা ভাঙা ও ছানা নিধনের অপরাধে ৩ জনের কারাদণ্ড

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বাবুই পাখির বাসা ভাঙা ও ছানা নিধনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে তিনজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।  

সোমবার দুপুরে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ভবানিপুর এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক কুমার চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

শোক কুমার চাকমা জানান, শনিবার বিকালেসহ বিভিন্ন সময় বাবুই পাখির বাসা ভাঙা ও ছানা হত্যার অপরাধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ভবানিপুর এলাকার কৃষক লুৎফর রহমানকে ১৫ দিন, সুনীল বেপারীকে ৭ দিন ও সুনীল মিস্ত্রীকে ৩ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর