শিরোনাম
১৮ এপ্রিল, ২০২১ ১৭:২২

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গায় ফ্রি ফায়ার গেম খেলতে নিষেধ করায় বিষপানে আত্মহত্যা করেছে অন্তর হাসান রাকিব (১৬) নামের এক কিশোর। শনিবার রাতে নিজ ঘরে বিষপান করে সে। নিহত রাকিব সদর উপজেলার কুন্দিপুর গ্রামের আয়ুব আলীর ছেলে এবং হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলো।

নিহতের পিতা আয়ুব আলী জানান, রাকিব শনিবার রাত ১২টা পর্যন্ত বাড়ি না ফিরলে তাকে খোঁজ করি। দেখি সে বাড়ির নিকটবর্তী মোড়ে বসে বসে মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেম খেলছে। এ সময় আমি একটু বকাঝকা করি এবং তার হাত থেকে মোবাইলফোনটি কেড়ে নিয়ে তাকে বাড়িতে ফিরতে বলি। পরে সে বাড়ি ফিরে রাত ১টার দিকে ঘরে থাকা কীটনাশক পান করে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে অন্তর মারা যায়। 

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান জানান, কোনো অভিযোগ না থাকায় দুপুরে অন্তরের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর