২২ এপ্রিল, ২০২১ ১৪:৩০

গাজীপুরে গণপরিবহন শ্রমিকদের ত্রাণ সহায়তা প্রদান

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে গণপরিবহন শ্রমিকদের ত্রাণ সহায়তা প্রদান

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে জারীকৃত লকডাউন চলাকালীন কর্মহীন হয়ে পড়া গণপরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে গাজীপুর জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করেন। 

জেলা শহরের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে গাজীপুর আন্ত:জেলা বাস টার্মিনালের দুইশত একজন গণপরিবহন শ্রমিকের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাউল, তিন কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি লবণ।

ত্রাণ সহায়তা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাকী, এনডিসি মোস্তফা আব্দুল্লাহ আল-নূর সহ অন্যরা। 

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, লকডাউনের কারণে যে সব পেশাজীবী মানুষ সবচেয়ে বেশি কষ্টে আছেন আমরা সরকারের ত্রাণ সহায়তা ও জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে ত্রাণ সহায়তা কার্যক্রম আজকে শুরু করেছি। এটি ধারাবাহিকভাবে চলতে থাকবে। আজকে গণপরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলাম। আমরা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই তালিকা করছি, এ তালিকা অনুযায়ী আমরা ত্রাণ সহায়তা প্রদান অব্যাহত রাখব। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর