২৫ এপ্রিল, ২০২১ ১৯:৫৪

হবিগঞ্জে কৃষকের ধান কেটে দিয়েছে কৃষকলীগ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে কৃষকের ধান কেটে দিয়েছে কৃষকলীগ

হবিগঞ্জের জেলা কৃষকলীগের ধান কাটা উৎসব শুরু হয়েছে। রবিবার সকালে বানিয়াচং উপজেলার কালারডুবা বড় হাফরার হাওরে ধান কাটার উৎসবের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র।

এ সময় কেন্দ্রীয় কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি, যুগ্ম সাধারণ শামীমা শাহরিয়ার এমপি, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি দেওয়ান জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। 

পরে কৃষকলীগের শতশত নেতৃবৃন্দ স্থানীয় কৃষক আবিদ মিয়া জমির ধান কেটে দেন। এ সময় কৃষকলীগের কেন্দ্রীয় সভা সমীর চন্দ্র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে ধান কাটা কর্মসূচি আজ কৃষকলীগ উৎসবে পরিণত করেছে। বাংলাদেশ কৃষকলীগের নেতাকর্মীরা কৃষকদের ধান কাটছে, সেই ধান মাড়াই ঝাড়াই শেষে মাথায় করে কৃষকের গোলায় তুলে দিচ্ছে। 

এ সময় কৃষকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেন, সারাদেশে কৃষকলীগের নেতৃবৃন্দ উৎসাহের মধ্য দিয়ে কৃষকদের ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিচ্ছে। ইনশাল্লাহ কৃষককলীগের এই ধান কাটা কর্মসূচি পুরো মৌসুম জুড়ে অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর