২৯ এপ্রিল, ২০২১ ২৩:২৭

ফেলে যাওয়া ব্যাগে মিলল ৪০ হাজার ইয়াবা

আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার)

ফেলে যাওয়া ব্যাগে মিলল ৪০ হাজার ইয়াবা

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা। 

বৃহস্পতিবার টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নেরর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খানের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বুধবার রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং মাঠ এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থান নেয় বিজিবির টহলদল। পরে গভীর রাতে দুই ব্যক্তিকে একটি ব্যাগসহ দেশে প্রবেশ করতে দেখে, তাদের ধরতে এগিয়ে যায় বিজিবি টহলদল। বিষয়টি টের পেয়ে বহণকৃত ব্যাগটি রেখে পালিয়ে যায় ওই দুই ব্যক্তি। পরে ওই স্থানে অভিযান চালিয়ে একটি ব্যাগ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যাগের ভেতরে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। 

এ পর্যন্ত কোন পাচারকারী কাউকে আটক করতে পারেনি বিজিবি। তবে তাদের আটকে এখনও অভিযান অব্যাহত রয়েছে। 

তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবাগুলো পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর