১ মে, ২০২১ ২০:২৪

রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি:

রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

প্রতীকী ছবি

রূপগঞ্জ সীমান্তবর্তী ডেমরায় তুচ্ছ ঘটনায় মো. সাইফুল ইসলাম (১৬) নামে এক স্কুলছাত্রকে একটি কিশোর গ্যাং গ্রুপ ছুরিকাঘাতে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে ডেমরার পশ্চিম হাজীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীর বাবা মোঃ বেলায়েত হোসেন জানান, শুক্রবার সন্ধায় মধ্য হাজীনগর এলাকার রাস্তায় অযথা উচ্চস্বরে মাত্রাতিরিক্ত মোটরসাইকেলের হর্ণ বাজায় মধ্য হাজীনগর এলাকার হালিমের ছেলে কিশোর গ্যাং সদস্য বখাটে জাকির হোসেন। এসময় এর প্রতিবাদ করে স্থানীয় কুড়েঘর নামক একটি ক্রীড়া সংগঠনের সদস্য সৌরভ ও আফজাল। আফজালের গায়ে কুড়েঘরের জার্সি পরা ছিল। এ নিয়ে তর্কার্তকির এক পর্যায়ে কিশোর গ্যাং সদস্য জাকির হোসেনকে চড় থাপ্পর মারে আফজাল। এর জের ধরে শুক্রবার রাত ১০ টার দিকে জাকির হোসেন পশ্চিম হাজী নগর এলাকার কিশোর গ্যাং সদস্য আলী হোসেন, লাভলু, আমির হোসেন, সবুজ, মনির হোসেন, রাহাত, আশিক, সোহাগসহ আরও ৫/৬ জন দেশীয় অস্ত্র নিয়ে কুড়েঘর সদস্য আফজালকে খুঁজতে থাকে। কিশোর গ্যাং এর নেতৃত্ব দেয় লাভলু হোসেন। এসময় কুড়েঘরের জার্সি পরিহিত অবস্থায় তারাবীর নামাজ পড়ে স্কুল শিক্ষার্থী সাইফুল ইসলাম বাসায় ফিরছিলেন। সাইফুলের গায়ে কুড়েঘরের জার্সি দেখে  কিশোর গ্যাং সদস্যরা সাইফুলকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালায়। তার চিৎকারে লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সাইফুলকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। প্রচুর রক্তক্ষরণের পাশাপাশি তার ক্ষতস্থানগুলোতে ৩০টির অধিক সেলাই লেগেছে বলে জানা গেছে। 

আহত সাইফুল স্থানীয় হাজী মোয়াজ্জেম আলী আর্দশ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী। এ ঘটনায় সাইফুলের পিতা বেলায়েত হোসেন বাদী হয়ে ডেমরা থানায় মামলা রুজু করেছেন। তবে মামলা রুজুর পর থেকে একটি মহল মামলা উঠিয়ে নিতে বাদীকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছেন বলে মামলার বাদী বেলায়েত হোসেন জানিয়েছেন। এ ব্যাপারে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের আইনের আওতায় আনা হবে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর