কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের তিন দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দাবিগুলো হল- অর্ধেক যাত্রী নিয়ে গণ-পরিবহন ও পণ্য পরিবহন চালু, সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান এবং সারা দেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএসের চাল বিক্রির ব্যবস্থা করা।
আজ রবিবার সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদারের নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহরস্থ এম এ মতিন পৌর বাস টার্মিনাল হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন এসে শেষ হয়।বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যটম আহমেদ, কার্যকরী সদস্য আব্দুল বাতেন, জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আকমল হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরু মুন্সি সহ প্রমুখ।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, করোনাভাইরাসের কারণে সারাদেশে লকডাউন চলছে। এই লকডাউনে সব কিছু খোলা থাকলেও গণ-পরিবহন বন্ধ রয়েছে। এতে করে মোটর শ্রমিকরা কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। সরকারের পক্ষ থেকে যে সাহায্য করা হচ্ছে তা সবাই পাচ্ছে না।
সরকারি সহায়তা না দিয়ে পরিশ্রম করে খাওয়ার জন্য তিন দফা দাবি বাস্তবায়নের রাস্তায় নামতে হয়েছে। আগামীকালের মধ্যে যদি গণ-পরিবহন চলাচলের অনুমতি না হয়, তাহলে আগামী মঙ্গলবার থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
বিডি প্রতিদিন/আবু জাফর