১৯ মে, ২০২১ ১৬:০৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪৪টি আন্তঃজেলা বাস আটক করে মামলা

কালিয়াকৈর প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪৪টি আন্তঃজেলা বাস আটক করে মামলা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোরা এলাকায় চেকপোস্ট বসিয়ে সকাল থেকে থেকে দুপুর পর্যন্ত ৪৪টি আন্তঃজেলার বাস আটক করে মামলা  করা হয়। 

সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, কালিয়াকৈর উপজেলার খাড়াজোরা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সরকারি আদেশ অমান্য করায় বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাইওয়ে পুলিশের চেকপোস্ট বসিয়ে আন্তঃজেলার ৪৪টি বাস আটক করে মামলা প্রদান করা হয়েছে। এবং সাতটি বাসকে কাগজপত্র দেখাতে  না পাড়ায়  ডাম্পিং করা হবে।

গাজীপুর রিজিয়নের হাইওয়ে পুলিশের এসপি আলী আহমদ খান প্রতিনিয়ত ডিউটি তদারকি করছেন। তার নির্দেশনার হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে। তবে রাতের বেলায় বিকল্প পথ দিয়ে কিছু আন্তঃজেলার পরিবহন চলাচল করছে সেই বিষয়েও নজরদারি রয়েছে হাইওয়ে পুলিশ ।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর