২৩ মে, ২০২১ ২১:৪৪

পায়ে শিকল নিয়েই মাদকাসক্ত স্বামীর বাড়ি থেকে পালালেন স্ত্রী!

নিজস্ব প্রতিবেদক, যশোর

পায়ে শিকল নিয়েই মাদকাসক্ত স্বামীর বাড়ি থেকে পালালেন স্ত্রী!

শিকল পরা পায়ে রবিবার দুপুরে যশোরের মণিরামপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে হাজির হন গৃহবধু সাবিনা খাতুন (৩০)। সেখানে সহকারী কমিশনার (ভূমি) পলাশ দেবনাথ ফায়ার সার্ভিসের সহায়তায় তালা ভেঙে শেকলমুক্ত করেন সাবিনাকে। পরে তাকে ঝিকরগাছায় বাবার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। 

মণিরামপুর মহিলা বিষয়ক অফিসের ক্রেডিট সুপারভাইজার শহিদুল ইসলাম বলেন, ঢাকুরিয়া ইউনিয়নের চাপাকোনা গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী সাবিনা খাতুন। মাদকাসক্ত স্বামী প্রায় প্রতিদিনই নেশা করে বাড়িতে ফিরে সাবিনার ওপর নির্যাতন করে। প্রতিবাদ করলে শেকল দিয়ে বেধে তালা দিয়ে রাখে। রবিবার সকালে একইভাবে সাবিনাকে শিকল পরিয়ে তালা দিয়ে দেয়। দুপুরের দিকে কৌশলে শিকল পরা অবস্থাতেই তিনি সেখান থেকে পালিয়ে চলে আসেন। 

শহিদুল ইসলাম বলেন, সাবিনাকে এসিল্যান্ডের অফিসে নেওয়ার পর তিনি সরেজমিন চাপাকোনা গ্রামে ওই নারীর স্বামীর বাড়িতে গিয়েছিলেন। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। তবে প্রতিবেশিদের কথার সাথে ওই নারীর অভিযোগের মিল রয়েছে বলে তিনি জানান।

মণিরামপুর মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার বলেন, ‘আমার অফিসে আসার পর সাবিনাকে এসিল্যান্ডের অফিসে নেওয়া হয়। সবকিছু শুনে এসিল্যান্ড ফায়ার সার্ভিসে খবর দেন। তারা এসে শেকল কেটে তাকে মুক্ত করেন। সাবিনাকে মামলা করতে বললে তিনি রাজি হননি। 

সহকারী কমিশনার (ভূমি) পলাশ দেবনাথ বলেন, ওই নারীর পায়ের শিকল কেটে তাকে ঝিকরগাছায় বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি চাইলে তাকে আইনগত সহায়তা দেওয়া হবে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর