২৫ মে, ২০২১ ১৮:৩৭

বীরগঞ্জে ধান কাটা কার্যক্রমের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি

বীরগঞ্জে ধান কাটা কার্যক্রমের উদ্বোধন

সমলয় চাষাবাদ ব্লকের হাইব্রিড জাতের বোরো ধান দিনাজপুরের বীরগঞ্জের শীতলাই গ্রামে জমিতে নেমে স্থানীয় এমপি মনোরঞ্জনশীল গোপাল নিজে ধান কেটে ধান কর্তন কার্যক্রমের উদ্বোধন করেন। একই সাথে কম্বাইন হারভেস্টার যন্ত্র দিয়ে ৫০ একর জমির ধান কর্তন কার্যক্রমের উদ্বোধন করেন এমপিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

মঙ্গলবার দুপুরে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২০২১ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বাস্তবায়িত ৫০ একর জমিতে সমলয় চাষাবাদ ব্লকের হাইব্রিড জাতের বোরো ধান কম্বাইন হারভেস্টার যন্ত্র দ্বারা কর্তন কার্যক্রম উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি গোপাল। 

জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রদীপ কুমার গুহ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আসলাম উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের। স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার আবু রেজা মো. আসাদুজ্জামান প্রমুখ। 

এর আগে বীরগঞ্জ উপজেলা চত্বরে ৫০ শতাংশ ভর্তুকি দিয়ে তিনটি কম্বাইন হারভেস্টার মেশিন ৩ জনের হাতে হস্তান্তর করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি। যার একটির মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বিডি প্রতিদিন/আল আমীন

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর