২৮ মে, ২০২১ ১৮:৩০

ডোমারে বীরাঙ্গনাদের খাদ্য ও অর্থ সহায়তা

নীলফামারী প্রতিনিধি

ডোমারে বীরাঙ্গনাদের খাদ্য ও অর্থ সহায়তা

নীলফামারীর ডোমার উপজেলায় বীরাঙ্গনাদের খাদ্য ও নগদ অর্থ সহায়তা করা হয়েছে। শুক্রবার সকালে শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি পাঠাগার মিলনায়তনে ডোমার ও ডিমলা উপজেলার ২০ জন বীরাঙ্গনাকে সহায়তা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান। সহায়তা কার্যক্রমের পৃষ্ঠপোষকতা করেন অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. আবু মো. দেলোয়ার হোসেন।  জনপ্রতি ১০ কেজি চাল ও নগদ পাঁচ শত টাকা সহায়তা করা হয়। 

সংগঠনের নীলফামারী জেলা সমন্বয়ক লেখক ও গবেষক আল-আমীন রহমানের সভাপতিত্বে এ সময় বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, সংবাদকর্মী সাখায়াত হোসেন সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর