২৯ মে, ২০২১ ২০:০০

অর্ধশত বছর পরে ধীপুর ইউনিয়নের ভবন পেল বাসিন্দারা

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

অর্ধশত বছর পরে ধীপুর ইউনিয়নের ভবন পেল বাসিন্দারা

অর্ধশত বছর পরে মুন্সীগঞ্জে ইউনিয়ন পরিষদ ভবন পেল ধীপুর ইউনিয়নের বাসিন্দারা। শনিবার দুপুরে ভবনটির অনুষ্ঠানিক উদ্বোধন করে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। প্রায় এককোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে নবনিমির্ত ধীপুর ইউপি ভবনটি হলরুমসহ সকল ধরনের সুযোগ সুবিধা থাকছে।

এর আগে ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদটির ছোট্ট দুটি রুমে তাদের কাযর্ক্রম পরিচলনা করে আসছিলো। সেখানে নবনির্মিত আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ভবন নির্মাণ করা হয় যা শনিবার উদ্বোধনের মাধ্যমে কার্যক্রম চালু হলো।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতার হোসেন মোল্লার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভিন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজ আল আসাদ বারেক, সহ-সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি, যুগ্ম-সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন লিটন মাঝি, আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, কামাড় খারা চেয়ারম্যান মহিউদ্দিন হালদার প্রমুখ।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর