৩০ মে, ২০২১ ২০:৪৮

ভোলায় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

ভোলা প্রতিনিধি

ভোলায় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে
ত্রাণ বিতরণ

ভোলায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া ত্রাণ বিতরণ করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। রবিবার সকালে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে বিচ্ছিন্ন চর রামদাসপুরে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ দেয়া হয়।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেদুরিয়া ইউনিয়নের মাঝিরহাট এলাকার আশ্রয় প্রকল্পের ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার পৌঁছে দিয়েছেন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, চিনি ১ কেজি, চিড়া ২ কেজি, তৈল ১ কেজি, নুডুস ৫০০ গ্রাম, ১ কেজি লবণ।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান  মো. মিজানুর রহমান খান, ভোলা প্রেস ক্লারের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
 
এদিকে ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক-ই লাহী জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট ঝড়ো বাতাস এবং জলোচ্ছ্বাসে ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য নিরুপণের কাজ এখনো চলছে। তবে প্রাথমিকভাবে জানা যায় জেলায় এগারো হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে প্রায় ১ লাখ ৬৮ হাজার পরিবার দুর্ভোগে পড়েছে। এ ছাড়া ২ হাজার গবাদি পশু ভেসে গেছে। অসংখ্য ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে। নষ্ট হয়েছে ক্ষেতের ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬ কিলোমিটার বাঁধ।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর