৫ জুন, ২০২১ ১৩:৫৪

রাজবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

রাজবাড়ীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড ইমদাদুল হক বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনী উদ্বোধন করেন। সহকারি কমিশনার ভূমি মো. আরিফুর রহমানের সভাপতিত্বে প্রদর্শনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দীন আহমেদ স্বাগত বক্তব্য প্রদান করেন।

দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠানে জেলার সদর উপজেলা ৩০টি স্টল অংশগ্রহণ করেন। স্টলে রাজবাড়ীর রাজা নামে ৩০ মণ একটি ষাঁড় নিয়ে আসেন মো. মোকলেসুর রহমান। তিনি বলেন, ৪ বছর বয়সী ৩০ মণ ওজনের গরুটি এবছর ঈদুল আযাহা উপলক্ষ্যে বিক্রি করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড ইমদাদুল হক বিশ্বাস বলেন, করোনাকালীন সময়ে রাজবাড়ীর সাংবাদিকরা অনেক কষ্ট করে আমাদের কর্মকাণ্ড তুলে ধরেছে। করোনার মধ্যে সীমিত পরিসরে প্রাণিসম্পদ প্রদর্শনী খামারিদের আরও উৎসাহ যোগাবে।

অনুষ্ঠানে রাজবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রকিবুল হাসান পিয়াল, জেলা ডেইরী ফার্ম এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন গাজী সহ উপজেলার বিভিন্ন খামারিরা অংশগ্রহণ করেন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর