৮ জুন, ২০২১ ২০:০২

মানুষকে সচেতন করতে মাইক হাতে পৌর মেয়র

নাটোর প্রতিনিধি

মানুষকে সচেতন করতে মাইক হাতে পৌর মেয়র

মানুষকে সচেতন করতে মাইক হাতে সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস।

করোনা সংক্রমণ রুখতে নাটোরের সিংড়া পৌরসভায় আগামীকাল বুধবার থেকে ১৫ জুন পর্যন্ত ৭ দিনব্যাপী শুরু হচ্ছে কঠোর লকডাউন। কিন্তু অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না, পরছেন না মাস্কও।

তাই শহরে লকডাউন পুরোপুরি সফল করতে মাইক হাতে পথে নেমেছেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস। পুরো শহরে অটোরিকশায় ঘুরে ঘুরে মাইকিং করছেন তিনি। সচেতনতা সৃষ্টির জন্য মঙ্গলবার বেলা ১১টা থেকে মাইকিং করেছেন সিংড়া পৌরসভার মেয়র।

তিনি বলেন, কর্মসূত্রে যারা বাইরে ছিলেন, তারা হাসপাতালে চিকিৎসা করান। চিকিৎসার পর ১৪ দিন বাড়িতে থাকতে হবে। কেউ বাড়ির বাইরে বের হবেন না। চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার জন্য স্বেচ্ছাসেবক রেখেছি। প্রয়োজনে ফোন করবেন। বিনা খরচে হাসপাতালে পৌঁছে দেওয়া হবে। সাধ্য মতো খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।

জেলা করোনা ভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তের আলোকে নাটোর জেলার সদর ও সিংড়া পৌরসভা এলাকায় ৯ জুন সকাল ৬টা থেকে ১৫ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত কঠোর লকডাউন আরোপ করা হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর