১৫ জুন, ২০২১ ১৬:৪৩

বগুড়ায় যক্ষ্মা নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন শীর্ষক সভা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় যক্ষ্মা নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন শীর্ষক সভা

জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাব বগুড়া জেলা শাখার আয়োজনে যক্ষ্মা নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় বগুড়া শহরের তন্ময় কমিউনিটি সেন্টারে যক্ষ্মার চিকিৎসা বিষয়ে সাংবাদিকদের অবগত করা হয়।

নাটাব বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। যক্ষ্মা রোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বগুড়া বক্ষব্যাধি ক্লিনিকের কনসালটেন্ট ডাক্তার আয়েশা সিদ্দিকা।

তিনি জানান, ২০২০ সালে বগুড়ায় ৪ হাজার ৯৯১ জন যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছিল। এর মধ্যে শিশুর সংখ্যা ছিল ২৫০ জন। ২০২১ সালে প্রথম তিন মাসে ১ হাজার ৬৯৩ জন যক্ষ্মা রোগে আক্রান্ত হন। যক্ষ্মা রোগ সম্পূর্ণভাবে নির্মূল সম্ভব নয় তবে চিকিৎসায় ভালো হয়। টানা দুই সপ্তাহ কাশি থাকলেই সাথে সাথে চিকিৎসা কেন্দ্রে গিয়ে পরীক্ষা করতে হবে। 

সরকার বিনামূল্যে যক্ষ্মা রোগের চিকিৎসা সেবা প্রদান করে আসছে। যক্ষ্মা রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা সহ এ রোগ প্রতিরোধে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। 
 
বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর