২১ জুন, ২০২১ ১৭:২৮

শরীয়তপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

শরীয়তপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ।

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। সোমবার উপজেলার নড়িয়া পৌরসভার দরিদ্র ৩০০ পরিবারের মাঝে ৫০০ টাকা করে প্রদান করা হয়।

এসময় বাংলাদেশ আওয়ামী লীগকে মানবতার দল দাবি করে পানি সম্পদ উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ বিগত সকল দুর্যোগে মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।

অর্থ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তানভীর আল নাসিফ, নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদসহ নড়িয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর