২১ জুন, ২০২১ ১৮:২৬

রায়পুরে পুকুরে গোসল করতে গিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রায়পুরে পুকুরে গোসল করতে গিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুকুরে ডুবে জসিম উদ্দিন (২০) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের মীরসরাই লতিফিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিলেন। সোমবার দুপুর দেড়টার সময় শহরের ডাকবাংলা পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করতে সক্ষম হয়। মুমূর্ষু অবস্থায় সাড়ে ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, মৃত জসিম উদ্দিন রায়পুর উপজেলার চরপাতা গ্রামের এবিএম সফিক উল্যা মাস্টার বাড়ির মজিব উল্যার ছেলে। তার বাবা পেশায় একজন রাজমিস্ত্রী। মীরসরাই থেকে বাসা নিয়ে ৩ মাস আগে রায়পুর চলে আসেন। পৌর শহরের পীরবাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন। সোমবার বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে যান তিনি। কিন্তু সাঁতার না জানায় তলিয়ে যান। বন্ধুরা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা দুই ঘণ্টা পর তাকে খুঁজ পায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তন্ময় কুমার পাল বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটেছে।

রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, সাঁতার না জানায় ছাত্রটির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই ছাত্রের মৃত্যু নিয়ে কারো কোনো অভিযোগ নেই। বাবা-মার অনুরোধে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর