২৮ জুন, ২০২১ ১৪:২৩

দুর্গাপুরে নির্মাণাধীন ভবনে শ্রমিকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

দুর্গাপুরে নির্মাণাধীন ভবনে শ্রমিকের মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বাবুল মিয়া (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ জুন) দুপুরে দুর্গাপুর পৌর শহরের মোক্তারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত বাবুল মিয়া পৌর শহরের ভাঙা ব্রিজ একালার মৃত আব্দুল সাত্তারের ছেলে । 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে দুর্গাপুরের মোক্তারপাড়া এলাকায় নির্মাণাধীন দুইতলা ভবনে কাজ করছিলেন বাবুল মিয়া। এসময় অপর এক শ্রমিক বাবুলকে ছাদের উপর থেকে ভাইব্রেটর মেশিনের পাইপ আনতে বললে তিনি ছাদে যান। ভাইব্রেটর মেশিনের স্টিলের পাইপটি ধরতেই চিৎকার দিয়ে ছাদে লুটিয়ে পড়লে অন্যান্য শ্রমিকরা এগিয়ে যান।

পরে শ্রমিকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের আর এমও তানজিরুল ইসলাম রায়হান বিষয়াটি নিশ্চিত করেছেন।

এদিকে, শ্রমিকদের দেয়া বিবরণের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাবুল মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ব্যাপারে দুগার্পুর থানার ওসি শাহ নুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর