২৯ জুন, ২০২১ ১৬:৩২

আড়িয়াল খাঁ নদে বাঁধ দিয়ে রেণু পোনা শিকার

ফরিদপুর প্রতিনিধি

আড়িয়াল খাঁ নদে বাঁধ দিয়ে রেণু পোনা শিকার

আড়িয়াল খাঁ নদে বাঁধ দিয়ে কারেন্ট জাল ও মশারি জালের মাধ্যমে রেণু পোনা শিকার করছেন।

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া এলাকায় আড়িয়াল খাঁ নদে আড়াআড়ি বাঁধ দিয়ে ডিমওয়ালা মাছ ও রেণু-পোনা অবাধে নিধন করার অভিযোগ উঠেছে। ফলে উক্ত নদে রেণু-পোনা শূন্য হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আইনগত দিক দিয়ে রেণু পোনা ধরা নিষিদ্ধ থাকলেও এখানে কেউই আইন মানছেন না।

স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরই বর্ষা মৌসুমের শুরু থেকে এক শ্রেণির অসাধু মৎস্য শিকারীরা আড়িয়াল খাঁ ও ভূবনেশ্বর নদের সংযোগ খালের বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে কারেন্ট জাল ও মশারি জাল দিয়ে অবাঁধে পোণা মাছ নিধন করে যাচ্ছে।

এ বছরও বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে অবাদে মাছের রেণু পোনা ধরছে স্থানীয়রা। বিষয়টি নিয়ে একাধিকবার মৎস্য বিভাগকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। বাঁধ দেয়ার কারণে উক্ত নদ দিয়ে নৌ চলাচল ব্যাহত হচ্ছে। ফলে জনগণ ভোগান্তির শিকার হচ্ছেন।

এ ব্যাপারে সদরপুর উপজেলা মৎস্য অফিসার তাসনিয়া তাসমিমের সাথে কথা হলে তিনি বলেন, লকডাউনের কারণে এলাকা পরিদর্শন করতে পারছি না। লকডাউন শিথিল হলে এলাকায় গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর