১ জুলাই, ২০২১ ১৭:২৮

নাসিরনগরে করোনায় আক্রান্ত হয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নাসিরনগরে করোনায় আক্রান্ত হয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

মনতোষ সরকার

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে মনতোষ সরকার (৩৫) নামে এক পল্লী চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি উপজেলার পূর্বভাগ ইউনিয়নের শ্যামপুর গ্রামের পল্লী চিকিৎসক রাখাল সরকারের ছেলে। 

মনতোষের পারিবারিক সূত্র জানায়, তার করোনা পজেটিভ ধরা পড়লে তাকে ঢাকা মহাখালির একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের সিসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মনতোষ বুধবার (৩০ জুন) রাতে মারা যান। 

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে মনতোষের লাশের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে তার পারিবারের লোকজন জানান।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় জানান, মনতোষসহ নাসিরনগরে করোনার প্রথম ও দ্বিতীয় ধাপে মোট ৩ জন আক্রান্ত হয়ে মারা গেছে। আক্রান্ত হয়েছে মোট ১৩৭ জন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর