৩ জুলাই, ২০২১ ১১:১৩

ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে

ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে

ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। শুক্রবার বৃষ্টি না হওয়ায় বিকাল থেকে রাস্তা-ঘাট ও মানুষের বাড়ির আঙ্গিনা থেকে পানি নামতে শুরু করেছে। এর আগে প্রবল বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরামে মুহুরী ও কহুয়া নদীর ৩টি স্থানের বাঁধ ভেঙ্গে ১০ গ্রাম প্লাবিত হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে উপজেলা চেয়ারম্যানকে ত্রাণ বিতরণ করতে দেখা গেছে। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আকতার হোসেন জানান, বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পর ও পানি পুরোপরি নেমে গেলে বাঁধ মেরামত করা হবে। 

এদিকে ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বন্যা কবলিত এলাকায় মানুষ নিরাপদ স্থানে যাওয়ার সুবিধার্থে লকডাউন কিছুটা শিথিল করেছেন। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর