৪ জুলাই, ২০২১ ০৯:১৬

প্রবল বর্ষণে ভেঙে গেছে ফুলপুর-ডেফুলিয়া পাকা সড়ক

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রবল বর্ষণে ভেঙে গেছে ফুলপুর-ডেফুলিয়া পাকা সড়ক

গত কয়েকদিনের প্রবল বর্ষণে ভেঙে গেছে ময়মনসিংহের ফুলপুর টু ডেফুলিয়া পাকা সড়ক।  উপজেলার পাইকপাড়া কালিমন্দির সংলগ্ন স্থানে খরিয়া নদীর পাড়ঘেঁষে প্রায় পুরো সড়ক ভেঙে যাওয়ায় বড় বড় যান চলাচল বন্ধ রয়েছে। ছোট ছোট যানবাহনেরও বেশ ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। 

ফুলপুর সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান খোকা বলেন, 'আগেই বালুর ট্রাক যাতায়াতের জন্য সড়কেরভঙ্গুর অবস্থা ছিল। বর্ষার ঢলের কারণে ওই ভাঙন আরও ত্বরান্বিত হয়েছে।'

এছাড়াও সলঙা গ্রামের মাওলানা মোখলেছুর রহমান মন্ডল বলেন, 'ফুলপুর থেকে ডেফুলিয়া পর্যন্ত ৫ কিলোমিটার সড়ক স্থানে স্থানে ভেঙে পিচ, ইট ও সুরকি উঠে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এদিক দিয়ে চলাচল এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।'

এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, 'বিষয়টি নিয়ে ইউএনও সঙ্গে কথা হয়েছে। আবহাওয়া বদল হলে মেরামত করা হবে।'
 
অন্যদিকে, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার বলেন, 'এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মামুন অর রশিদের সঙ্গে আলোচনা হয়েছে। খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।'

 

বিডি প্রতিদিন/ অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর