শিরোনাম
৬ জুলাই, ২০২১ ১৬:৩৮

টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ সহায়তা

গোপালগঞ্জ প্রতিনিধি

টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ সহায়তা

টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

মঙ্গলবার সকালে ৮৮ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন করেন।

এই ক্যাম্পে পাঁচজন সামরিক ও বেসামরিক ডাক্তার উপস্থিত থেকে টুঙ্গিপাড়া উপজেলার ২৫০ রোগীকে চিকিৎসা ও তাদের মধ্যে ওষুধ বিতরণ করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় ১৫০ জন অসহায় ও দুস্থদের মাঝে প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়।

৫৫ পদাতিক ডিভিশন ও ৮৮ পদাতিক ব্রিগেড যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। ৪১ ফিল্ড অ্যাম্বুলেন্সের সহযোগিতায় ১৪ ইস্ট বেঙ্গল ফ্রি মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করে।

এসময় ১৪ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস ও টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর