১৩ জুলাই, ২০২১ ১৮:৫৩
১৩ বছর নৌকায় বসবাস

সেই গোলাপীর নতুন ঘরে আসবাবপত্র নিয়ে হাজির ডিসি!

শরীয়তপুর প্রতিনিধি:

সেই গোলাপীর নতুন ঘরে আসবাবপত্র নিয়ে হাজির ডিসি!

১৩ বছর ধরে নৌকায় মাকে নিয়ে থাকেন নুরু মিয়া। মায়ের জন্য বউয়ের সাথে থাকা হয় না। গত ৯ এপ্রিল ১৩ বছর নৌকায় মা-ছেলের বসবাস নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এ খবর তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরে আসলে ঘর দেওয়ার আশ্বাস পান মা গোলাপী। 

গত ২০ জুন রবিবার সারা দেশে এক যোগে সরকারি ঘর বিতরণ করা হয়। তখন তাকে ঘরের মালিকানা বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার। গোলাপীর (৯৫) স্বামী মৃত আশ্রাফ আলী। থাকতেন ছেলে নুরু মিয়ার (৫৩) সাথে নৌকাতে। তারা দুইজন শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ভোটার।

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১০ টায় উপজেলা দারুল আমান ইউনিয়নের মনশা বাড়ির পাশে গোলাপী বেগমের ঘর দেখতে আসেন শরীয়তপুর জেলা প্রশাসক পারভেজ হাসান। এসময় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তার হাতে তুলেদেন ঘরে বসবাসের জন্য খাট, আলনা, গ্যাসের চুলা, বৈদুতিক ফ্যান (পাখা)সহ এক মাসের খাদ্য সামগ্রী।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা  সাদিকুর রহমান সবুজ, উপজেলা চেয়ার ম্যান আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা পৌর মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, দারুল আমান ইউনিয়নের চেয়ারম্যান মোক্তার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নুরু মিয়া বলেন, আমার ভাগ্য ভালো। না হলে আমার মাকে দেখার জন্য শরীয়তপুর থেকে ডিসি স্যার আসতো না। আসার সময় সে আমার ঘরের জন্য খাদ্যসামগ্রী, আসবাবপত্র, ফ্যান, গ্যাসের চুলা ও সিলিন্ডার নিয়ে আসেন। আমি প্রধানমন্ত্রীকে প্রাণ ভরে দোয়া করি। 

জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, গোলাপী বেগমের বাড়িতে মেহমান হিসেবে এসেছি। সাথে তার জন্য প্রধানমন্ত্রীর উপহার নিয়ে। গোলাপী বেগম ও নুরু মিয়া ১৩ বছর ধরে নৌকায় বসবাস করে আসছেন। এটি একটি সংগ্রামী জীবন যুদ্ধের কাহিনী। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর