১৪ জুলাই, ২০২১ ১৭:৪১

লাকসামে ভিজিএফ’র চাল বিতরণ

লাকসাম প্রতিনিধি

লাকসামে ভিজিএফ’র চাল বিতরণ

লাকসামে ভিজিএফ’র চাল বিতরণ।

কুমিল্লার লাকসাম পৌরসভার ৪টি ওয়ার্ডে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ, অতি দরিদ্র ও করোনায় কর্মহীনদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। বুধবার ৫ নম্বর ওয়ার্ডের আল-আমিন ইনস্টিটিউটে কর্মসূচি উদ্বোধন করেন লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের।

এসময় ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মুনছুর আহমেদ মুন্সী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হিরু মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, প্রচার সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন মানিক ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবদুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও এদিন পৌরসভার ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে চাল বিতরণ উদ্বোধন করেন পৌর মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের। ওই সময় উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু সায়েদ বাচ্চু, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান মজুমদার, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও পৌর কর্মকর্তারা।

পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আখতার হোসেন জানান, প্রতিটি ওয়ার্ডে ৪৬৫ জন করে ৪টি ওয়ার্ডে ১৮৬০ জন সুবিধাভোগীদের ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর