১৯ জুলাই, ২০২১ ১৭:১৯

৩৫ কেজির বাঘাইড় মাছ বিক্রি হলো ৪৫ হাজার টাকায়

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

৩৫ কেজির বাঘাইড় মাছ বিক্রি হলো ৪৫ হাজার টাকায়

পদ্মায় জে‌লের জা‌লে ৩৫ কেজির বাঘাইড় মাছ ধরা পড়েছে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপ‌জেলার দৌলতদিয়া পদ্মা-যমুনা নদীর মোহনায় ৩৫ কেজি ওজনের এক বাঘাইড় মাছ ধরা পড়েছে।

সোমবার ভো‌রে মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে রশিদ হালদারের জালে মাছটি ধরা পড়ে। প‌রে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ে আসা হয়। সেখানে শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ ১ হাজার ১৩০ টাকা কেজি দরে মোট ৩৯ হাজার ৫৫০ টাকায় মাছটি কিনে নেন।

পরে মুঠোফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে নাটোরের এক ব্যবসায়ীর কাছে মাছটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৫০০ শত টাকায় বিক্রি করেন।

মাছটির ক্রেতা ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, পদ্মায় এত বড় বাঘাইড় মাছ সাধারণত এখন খুব একটা পাওয়া যায় না। তাই মাছটি কিনে নিয়েই নাটোরের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেই।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর