২০ জুলাই, ২০২১ ১৮:২৪

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে ৬ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে ৬ জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে ৬ জনকে আটক করেছে বিজিবি। আজ মঙ্গলবার ভোরে মহেশপুর উপজেলার খোসালপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন- মাগুরার শালিকা উপজেলার হাটবাড়ীয়া গ্রামের কুমারেশ শীলের ছেলে দিপংকর শীল (২৮), মৃত সুধীর শীলের ছেলে রনজিৎ শীল এবং মৃত সম্বো শীলের ছেলে রানা শীল (২৭), খুলনা সোনাডাংগা মডেল থানার নবীনগর গ্রামের মৃত সেকেন্দার মোল্লার ছেলে সালাম মোল্লা (৪৫), আলমগীর মোল্লা (২৭) ও একই এলাকার আলম মোল্লার ছেলে রাসেল মোল্লা (২৫)।

খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে কিছু ব্যক্তির প্রবেশের খবরে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় খোসালপুর সীমান্তের ছলেমানপুর গ্রাম থেকে ওই ৬ জনকে আটক করা হয়।

এ ঘটনায় ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর