৩০ জুলাই, ২০২১ ১২:০০

শিমুলিয়া-বাংলাবাজার নৌ-পথে যাত্রী ও যানবাহনের চাপ

অনলাইন ডেস্ক

শিমুলিয়া-বাংলাবাজার নৌ-পথে যাত্রী ও যানবাহনের চাপ

কঠোর লকডাউনের অষ্টম দিনে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের উভয়পাড়ে। তবে ঢাকা ছেড়ে আসা দক্ষিণবঙ্গগামী যাত্রী ও যানবাহনের তুলনায় বাংলাবাজার ঘাট দিয়ে দক্ষিণবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রী ও যানবাহনের চাপ বেশি রয়েছে।

বিআইডব্লিউটিসির(মাওয়া)ব্যবস্থাপক মোঃ সাফায়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শিমুলিয়া ঘাটে প্রায় শতাধিক ও বাংলাবাজার ঘাটে প্রায় সাড়ে তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এরুটে সকাল থেকে ৮টি ফেরি চলাচল করছে।  

এদিকে, গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীরা নদী পার হয়ে সিএনজি, পিকাপভ্যান সহ বিভিন্ন যানবাহনে করে গন্তব্যে পৌছাচ্ছে। এতে যাত্রীদের গুণতে হচ্ছে চড়া ভাড়া। 

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর