১ আগস্ট, ২০২১ ২০:১১

শিমুলিয়া-বাংলাবাজার রুটে আজও মানুষের ঢল

মুন্সিগঞ্জ প্রতিনিধি

শিমুলিয়া-বাংলাবাজার রুটে আজও মানুষের ঢল

শিল্পকারখানা খোলায় আজও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঢাকা কর্মস্থলমুখী মানুষের চাপ লক্ষ করা গেছে। তবে সকাল হতে লঞ্চ সচলে ফেরিতে তুলনামূলক কমেছে যাত্রীদের উপস্থিতি আর সড়কে গণপরিবহন সচলে বাংলাবাজার থেকে শিমুলিয়াঘাটে পৌছে সহজেই যাত্রীরা পারি দিতে পেরেছে গন্তব্যে। কমেছে ভোগান্তি।

এদিকে শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিরকান্দি দুই নৌরুটের লঞ্চে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। রবিবার সকাল হতে দুই নৌরুটে চলাচল করেছে ৮৬টি লঞ্চ। শিমুলিয়াঘাটে আসা প্রতিটি লঞ্চেই দেখা গেছে যাত্রীদের গাদাগাদি। ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়ে লঞ্চগুলো পারি দিয়েছে পদ্মা। এতে লঞ্চে উপেক্ষিত ছিল স্বাস্থ্য বিধি, সামাজিক দূরত্ব। পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও দেখা দিয়েছে।

অন্যদিকে, শিমুলিয়াঘাটে পৌছে বাসসহ বিভিন্ন পরিবহনে যাত্রীরা ঢাকাসহ গন্তব্যে পাড়ি দিয়েছে। বাড়তি যাত্রীদের উপস্থিতিতে আজও অনেক কর্মস্থলমুখী মানুষকে ট্রাকসহ স্বল্পগতির যানবাহনে গন্তব্যে ছুটতে দেখা গেছে।

ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে নৌরুটে আজ সকাল থেকে ১০টি ফেরি ও ৮৬টি লঞ্চ চলাচল করেছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর