৭ আগস্ট, ২০২১ ১৭:২৩

শিবগঞ্জে নদী ভাঙনে হুমকির মুখে বাড়িঘর-শিক্ষাপ্রতিষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শিবগঞ্জে নদী ভাঙনে হুমকির মুখে বাড়িঘর-শিক্ষাপ্রতিষ্ঠান

শিবগঞ্জে নদী ভাঙনে হুমকির মুখে বাড়িঘর।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কয়েকদিন থেকে পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে নদী ভাঙনের সাথে সাথে বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান নদী গর্ভে যেতে শুরু করেছে। জানা গেছে, ফারাক্কার প্রায় সবকটি গেট খুলে দেওয়ায় বাংলাদেশ অংশে পানি বৃদ্ধি পেয়েছে। এতে পানির প্রবল স্রোতে জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী তারাপুর, রামনাথপুর, মনোহরপুর, নামোজগন্নাথপুর, আইউব বিশ্বাসপাড়া, দোভাগী, বোগলাউড়িসহ কয়েকটি পয়েন্টে প্রায় ৭ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, গত ৩ বছরে প্রায় ৮ কিলোমিটার নদী ভেঙেছে এই এলাকায়। বর্তমানে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান হুমকির মুখে রয়েছে। স্থাপনাগুলোর প্রায় ৫০০ গজের মধ্যে নদী চলে এসেছে। এমন পরিস্থিতিতে এলাকার ৬টি প্রতিষ্ঠান নদীর ঠিক প্রায় ৫০০ মিটার দূরে অবস্থান করছে। ভাঙন অব্যাহত থাকলে এবং প্রতিরোধে জরুরি ব্যবস্থা গ্রহণ না করা হলে সবই নদীতে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

এছাড়া চর জগনাথপুর কারিগরি দাখিল মাদ্রাসা, বাদশাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরহাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাবুপুর প্রাথমিক বিদ্যালয়সহ এলাকার কয়েক শতাধিক বাড়িঘর চরম হুমকির মুখে রয়েছে।

দুর্লভপুর গ্রামের নাজমুল হাসান নামে স্থানীয় এক বাসিন্দা জানান, আমাদের এলাকায় নদী ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। বিগত দিনে চরজগন্নাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়, চরহাসানপুর উচ্চ বিদ্যালয়সহ বহু বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। এখনই নদী ভাঙন ঠেকাতে না পারলে অন্যান্য স্থাপনাগুলোও বিলীন হয়ে যাবে।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু জানান, দুর্লভপুর ইউনিয়নসহ আশপাশের পদ্মা নদীতে বেশ কয়েক বছর ধরেই ভাঙন অব্যাহত রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা একবার এসে মাফযোগ করে গেলেও এখন পর্যন্ত কোনো কাজ বা নদী ভাঙন ঠেকাতে কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদি হাসান জানান, নদী ভাঙন রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর