৮ আগস্ট, ২০২১ ১০:১৫

বিশ্বনাথ উপজেলায় ফ্রি অক্সিজেন সেবা চালু

বিশ্বনাথ প্রতিনিধি

বিশ্বনাথ উপজেলায় ফ্রি অক্সিজেন সেবা চালু

করোনাকালে স্বাভাবিক নেই কিছুই। তীব্র অক্সিজেন সংকট। ঠাঁই নেই হাসপাতালে। হাসপাতালে ভর্তি হতে না পেরে অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন বাড়িতে। জরুরি অবস্থায় অক্সিজেন সংকটে পড়ে বিপন্ন হচ্ছে অনেকের জীবন। এ অবস্থায় প্রান্তিক রোগীদের ফ্রি অক্সিজেন সেবা দিচ্ছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার একদল তরুণ।

ফোন পেলেই, রাত-বিরাতে অক্সিজেন নিয়ে বাড়ি বাড়ি ছুটছেন তারা। তাদের এ উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে বেশ। মানব সেবার এ
উদ্যোগ গ্রহণ করে ‘প্রাণের সন্ধানে রক্তদান’ সংগঠনের তরুণেরা ইতোমধ্যে একাধিক রোগীকে দিয়েছেন ফ্রি অক্সিজেন সার্পোট।

সংগঠনের সভাপতি জাহির আহমেদ জানান, রোগীদের রক্ত দেয়ার পাশাপাশি সমাজ উন্নয়নে পরিচালিত হচ্ছিল আমাদের স্বেচ্ছাসেবী এ সংগঠনের কার্যক্রম। বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রান্তিক রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবার সিদ্ধান্ত নেয়া হয়। সে লক্ষ্যে সংগঠনের শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় প্রাথমিক পর্যায়ে ৫টি সিলিন্ডার নিয়ে গেল ৫ আগস্ট আমাদের যাত্রা শুরু হয়।

তাদের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, মহামারিতে যেকোনো সময়, আক্রান্ত যে কারো অক্সিজেন সংকট দেখা দিতে পারে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবতার সংগঠনগুলো এভাবে বিনামূল্যে অক্সিজেন সরবরাহের উদ্যোগ নিলে এ সংকট উত্তরণ সম্ভব। সেই সাথে পরিত্রাণ পাবে অনেক রোগীরা।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর