১০ আগস্ট, ২০২১ ১৮:২৮

বিরামপুরে তিন মাদকসেবীর কারাদণ্ড

দিনাজপুর প্রতিনিধি

বিরামপুরে তিন মাদকসেবীর কারাদণ্ড

দিনাজপুরের বিরামপুরে দিন দুপুরে প্রকাশে মাদকদ্রব্য সেবনের অভিযোগে একজনকে ১বছর ও দুই মাদকসেবীকে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার সন্ধায় আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বিরামপুর পৌরশহরের ইসলাম পাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে মঈনুল ইসলাম (৩০), উপজেলার শগুনখোলা এলাকার আব্দুর রহিম’র ছেলে আবু সাঈদ(৪০), নবাবগজঞ্জ উপজেলা হরিলাখুর এলাকার আব্দুল হাকিমের ছেলে বাবুল (৪০)।

এদের মধ্যে পৌরশহরের ইসলাম পাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে মঈনুল ইসলাম (৩০) এক বছর ও অন্য দুজনকে ৬ মাসের বিনাশ্রম দণ্ডাদেশ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, সোমবার সন্ধায় পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও পরিমল কুমার সরকার। এসময় ওই এলাকায় তিন মাদকসেবীকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর