১১ আগস্ট, ২০২১ ১১:৪৫

লকডাউন শিথিল, বাংলাবাজার ঘাটে যাত্রীদের ভিড়

মাদারীপুর প্রতিনিধি

লকডাউন শিথিল, বাংলাবাজার ঘাটে যাত্রীদের ভিড়

ফাইল ছবি

লকডাউন শিথিল হওয়ার পর মাদারীপুরের বাংলাবাজার ফেরি ঘাটে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। তবে অন্যদিনের তুলনায় বুধবার সকাল থেকে বেশি ভিড় দেখা গেছে।

সকাল থেকে শত শত যাত্রী ও যানবাহন পারাপার হতে দেখা যায় নৌরুটের ফেরিগুলোতে। তবে বাংলাবাজার ঘাটে আটকে পড়েছে কয়েকশ পণ্যবাহী ট্রাক। পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি পার হতে তুলনামূলক বেশি সময় লাগছে। তাই দেখা দিয়েছে ট্রাকের জট।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, লকডাউন শিথিল করা হলে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে সাধারণ যাত্রী পারাপার শুরু করে কর্তৃপক্ষ। লঞ্চ চলাচল শুরু করায় ফেরির ওপর যাত্রীদের চাপ কমেছে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো.সালাহউদ্দিন আহমেদ বলেন, নৌরুটে সব ধরেনর যানবাহন পার করা হচ্ছে। এছাড়া অ্যাম্বুলেন্সসহ কিছু জরুরি যানবাহন আমরা জরুরি ভিত্তিতে পার করছি। তবে ট্রাকের জট রয়েছে।

বিআইডব্লিউটিএ বাংলাবাজার লঞ্চঘাটের টিআই আকতার হোসেন জানান, লকডাউন শিথিল হওয়ার পর লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর