১২ আগস্ট, ২০২১ ১৪:০৫

সৈয়দ আশরাফের ম্যুরাল ভাঙার প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি

সৈয়দ আশরাফের ম্যুরাল ভাঙার প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশ আওয়ামী লীগের দুইবারের সাবেক সাধারণ সম্পাদক, প্রাক্তন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙার প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের কটিয়াদী বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র কটিয়াদী কলেজের সাবেক ভিপি ছিদ্দিকুর রহমান ভূঞা। 

পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মস্তোফার সভাপতিত্বে সাংবাদিক সারোয়ার হোসেন শাহীনের সঞ্চালনায় বক্তব্য দেন পৌর মেয়র শওকত উসমান, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক সোহরাব উদ্দিন, কটিয়াদী কলেজের সাবেক ভিপি দুলাল বর্মণ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম ফকির, মসূয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রুমী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তাহের, আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তরিকুল ইসলাম টিটো, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সেলিম, বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন বাদশা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এনামুল হক বাবু, কটিয়াদী কলেজের সাবেক এজিএস রুহুল আমিন রেনু প্রমুখ। 

মানববন্ধনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি আজও সোচ্চার। এখনই তাদেরকে প্রতিহত করতে হবে। সৈয়দ আশরাফুল ইসলামের মতো একজন ক্লিন ইমেজের জাতীয় নেতার ম্যুরাল ভাঙার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ২৯ জুলাই রাতে কিশোরগঞ্জ শহরের কালিবাড়ি সড়কে নরসুন্দা নদীর তীরে নির্মিত সৈয়দ আশরাফের ম্যুরাল ভাঙচুর করে দুর্বৃত্তরা।


বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর