শিরোনাম
১৭ আগস্ট, ২০২১ ১৭:৫৯

রাত হলেই আতঙ্কে থাকে তিস্তা পাড়ের মানুষ

নীলফামারী প্রতিনিধি

রাত হলেই আতঙ্কে থাকে তিস্তা পাড়ের মানুষ

রাত হলেই আতঙ্কে থাকে তিস্তা পাড়ের মানুষ।

নীলফামারীতে তিস্তা নদীর পানি বাড়া-কমার কারণে রাত হলেই আতঙ্কে থাকে পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ি ইউনিয়নের ১৫টি চর গ্রামের মানুষ। মঙ্গলবার বিকেল ৩টায় ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

উপজেলার পূর্বছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, তিস্তার পানি বাড়ায় ঝাড়সিংহেরশ্বর ও পূর্বছাতনাই গ্রামের প্রায় ৬০০ পরিবার পানিবন্দি রয়েছে।

ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুর রহমান বলেন, তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ছাতুনামা, কেল্লাবাড়ি ও ভেণ্ডাবাড়ি গ্রামে পানি প্রবেশ করেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, ‘উজানের ঢলে তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বৃদ্ধি পায়। মঙ্গলবার বিকেল ৩টায় তিস্তা নদীর পানি বিপদসীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর