চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় একজন ও হাজীগঞ্জ উপজেলার সাতবাড়িয়ায় এক যুবক ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় চাঁদপুর-লাকসাম রেলপথের শহরের মিশন রোড রেলক্রসিং এর পূর্বে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় অজ্ঞাতনামা (৫৫) ব্যক্তির মৃত্যু হয়। অপরদিকে হাজীগঞ্জে দুপুর সাড়ে ১২টায় সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে সাতবাড়িয়া নামক স্থানে অজ্ঞাতনামা যুবক (৩২) ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশন লিডার মো. জাকির হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লাশ বহনকারী ব্যাগে করে নিয়ে আসেন।রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ উল্যাহ বাহার সঙ্গীয় ফোর্স নিয়ে মরদেহ থানায় নিয়ে যায়। তিনি বলেন, নিহত দুই ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। ৫৫ বছর বয়সী ব্যক্তির পরনে কালো পেন্ট ও সাদা টি-শার্ট ছিলো। ৩২বছর বয়সী যুবকের পরনে চেক লুঙ্গী ও গেঞ্জি ছিলো। তার গায়ের রং শ্যামবর্ণ। উভয় ঘটনায় থানায় দু'টি পৃথক অপমৃত্যু মামলা হয়েছে।
সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, এই ঘটনা তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। শুক্রবারের মধ্যে পরিচয় পাওয়া না গেলে মরদেহ দু’টি দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ